Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু জতীয় কৃষি পুরস্কার-1419 বঙ্গাব্দ,  বাংলাদেশের গণমানুষের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর সমৃ্দ্ধ বাংলাদেশ গড়ে তোলা প্রচেষ্টায় কৃষিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বান্দরবানের প্র্রথম র্স্বণ পদক পান মাসিংনু মার্মা, তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত সারাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে যে 5টি র্স্বণ প্রদান করা হয় তার মধ্যে মাসিংনু মার্মা কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্বীকৃতি স্বরুপ প্রথম তালিকায় স্বর্ণপদক লাভ করেন।25 হাজার টাকা এবং একটি সনদপত্র  পান। তাছার আরো 1 নভেম্বর যুব দিবসে ও জাতীয় পর্যায়ে আত্মকর্মসংস্থান কার্যক্রমের জন্য তিনি পদক পান। এ 2টি পদক প্রধানমন্ত্রীর হাত থেকেই তিনি সরাসরি গ্রহণ করেন আনুস্থানিক ভাবে। মাসিংনু মার্মা এ পর্যন্ত স্থানীয়, জেলা, আঞ্চলিক এবং জাতীয় পার্যায়ে পর পর 5টি পদক ও অসংখ্য সনদপত্র লাভ করেছেন।

2. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু জতীয় কৃষি পুরস্কার-1420 বঙ্গাব্দ,  বাংলাদেশের গণমানুষের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর সমৃ্দ্ধ বাংলাদেশ গড়ে তোলা প্রচেষ্টায় কৃষিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বান্দরবানের ব্রোঞ্চপদক পান চংরেং ম্রো।

3.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু জতীয় কৃষি পুরস্কার-1422বঙ্গাব্দ,  বাংলাদেশের গণমানুষের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর সমৃ্দ্ধ বাংলাদেশ গড়ে তোলা প্রচেষ্টায় পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন/ব্যবহারের মাধ্যমে কৃষি উন্নয়নে তরঙ্গ উজ্জল দৃষ্টান্ত স্থাপন করায় ব্রোঞ্চপদক পান বান্দরবানের বেসরকারী সংস্থা তরঙ্গ এনজিও।

4.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু জতীয় কৃষি পুরস্কার-1423 বঙ্গাব্দ,  বাংলাদেশের গণমানুষের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর সমৃ্দ্ধ বাংলাদেশ গড়ে তোলা প্রচেষ্টায় পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন/ব্যবহারের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বান্দরবানের ব্রোঞ্চপদক পান সিংপাত ম্রো।