Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
উপজেলা কৃষি অফিস, বান্দরবান সদর
বিস্তারিত

1.উপজেলা পরিচিতিঃ
বান্দরবান পার্বত্য জেলার অন্যতম বৃহৎ ও বৈচিত্যময় একটি উপজেলা “ বান্দরবান সদর”। বান্দরবান সদর ১৯২৩ খ্রিস্টাব্দে থানা হিসেবে স্থাপিত হয়। ১৯৮৩ খ্রিস্টাব্দে এটি উপজেলায় উন্নীত হয়। বৈচিত্র্যময় জাতিগোষ্ঠী, সারি সারি পাহাড়, বিস্তৃত সমতল ভূমি এবং এরই মাঝ দিয়ে প্রবাহিত সাঙ্গু নদী (শঙ্খ নদী) এ উপজেলার জন-প্রকৃতিকে করেছে অনন্য। পাঁচ শতাধিক বর্গকিলোমিটিার এলাকা জুড়ে বিস্তৃত এ উপজেলা ০৫(পাঁচ) টি ইউনিয়ন ও ০১(এক) টি পৌরসভা নিয়ে গঠিত। বান্দরবান জেলার আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর অধিকাংশই (নীলাচল,মেঘলা, শৈল প্রপাত, স্বর্ণ মন্দির) বান্দরবান সদর উপজেলায় অবস্থিত।
2.ভৌগলিক পরিচিতিঃ
ভৌগলিক অবস্থানে বান্দরবান সদর উপজেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বান্দরবান জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।
অবস্থানঃ বান্দরবান সদর উপজেলা ২১.৫৫ ডিগ্রি থেকে ২২.২ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৯২.০৮ থেকে ৯২.২০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
সীমানাঃ উত্তরে রাঙ্গামাটি উপজেলার রাজস্থলী উপজেলা, দক্ষিণে- লামা উপজেলা,পূর্বে রুমা ও রোয়াংছড়ি উপজেলা পশ্চিমে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, সাতকানিয়া, চন্দনাইশ,লোহাগাড়া উপজেলা অবস্থিত।