Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বনজ, ভেষজ ও ফলদ বৃক্ষমেলা-2018 উদ্ধোধন
বিস্তারিত

বান্দরবানে বনজ, ভেষজ ও ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন

2018-07-18 05:25:35

1st Image

 

মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বনজ, ভেষজ ও ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে । 
বুধবার বিকাল ৪টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় মাঠে এই বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
বৃক্ষ মেলা উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে এসে শেষ হয় ।
পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, পাল্পউড প্যান্টেশন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আনোয়ার হোসেন সরকার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের সেক্রেটারী একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মার্মা ও লক্ষীপদ দাসসহ প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিরা এক আলোচনা সভায় অংশ নেন।
এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পরিবেশ ও মানব জীবনে বৃক্ষের ভূমিকা অপরিসীম । বৃক্ষ মানুষের পরম বন্ধু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকান্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। অক্সিজেন মানুষের বেচে থাকার জন্য খুবই জরুরী। কিন্তু গাছ কাটার তুলনায় নতুন গাছ লাগানো হচ্ছে কম। এতে পরিবেশ উষ্ণ হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব পড়ছে। যার ফলে অসময় অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, প্রচন্ড তাপদাহ, ঘূর্ণিঝড়, বণ্যা, জলোচ্ছাস সহ নানা দুর্যোগ ঘটে চলেছে। তাই তিনি প্রত্যেককে নিজ নিজ বাড়ীর আঙ্গিনায় বৃক্ষ লাগানোর অনুরোধ জানান। 
এবারের মেলায় ১৫টির মত স্টল অংশ নিয়েছে, প্রতিটি স্টলে নানা রকম বনজ ভেষজ ও ফলদ বৃক্ষ রয়েছে।
সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলা শেষ হবে ২৪শে জুলাই ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/07/2018
আর্কাইভ তারিখ
24/07/2018