বীজতলায় ‘থ্রিপস’ আক্রমণে বৃষ্টির পানিতে রোপা আমন (ধানের চারা) পাতা হলুদ বর্ণ ধারণ করে পচে যাওয়ায় হতাশ ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পড়বে বলে ধারণা করছে ধান চাষী কৃষকরা। কেননা বিগত কয়েক বছরে বীজতলা বর্ষার পানিতে পচে নষ্ট হয়ে যাওয়ার ফলে অনেক বেশী দামে ধানের চারা সংগ্রহ করে জমিতে রোপণ করতে হয়েছে।
আঞ্চলিক ভাষায়- ব্রি ধান-১১, পাইজম, সোনামুই, পারজাক, গাইন্জা, চিনি সাগর, কাল জিরা, স্বর্ণ, গুটি স্বর্ণসহ নানা জাতের ধান বীজতলা করা হয়। এদের মধ্য ব্রি ধান-১১, চিনি সাগর ও স্বর্ণ ধানের চারার পাতা বেশী 'থ্রিপস' পোকান আক্রমণে পচন দেখা দিয়েছে বৃষ্টির পানিতে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস